Connect with us

Book Review

আব্দুল্লাহ – কাজী ইমদাদুল হক

আব্দুল্লাহ – কাজী ইমদাদুল হকের লেখা একটি কালজয়ী উপন্যাস।  বিংশ শতাব্দীর প্রথম ভাগে বাংলার মুসলিম সমাজের চাল চিত্র ফুটে উঠেছে উপন্যাসটিতে৷ উপন্যাসটির আলোকে মুসলিম সমাজে বিদ্যমান কুসংস্কার, পীর-মুরিদী ব্যাবস্থা, আশরাফ- আতরাফ ভেদ, বংশ গরিমা, আধুনিক চিকিৎসা ব্যাবস্থার বিরোধিতা, অহেতুক ধর্মীয় গোঁড়ামী,  ধনীদের অর্থহীন ব্যয়-বহুল আচার অনুষ্ঠান, হিন্দু-মুসলিম সম্পর্কের তিক্ততা ইত্যাদি বিষয় সম্পর্কে জানা যায়৷ আর এসব সমস্যা সমাধানে উপন্যাসটির প্রধান চরিত্র ‘আব্দুল্লাহ্’ যেন প্রতিবাদের এক মূর্ত প্রতীক। লেখক কাজী ইমদাদুল হক মুসলিম সমাজে বিদ্যমান এসব সমস্যাসমূহ চিহ্নিত করেই ক্ষান্ত হন নি বরং গ্রহণযোগ্য যুক্তির মাধ্যমে এগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করেছেন।

 

সাধু ভাষায় লিখিত এই বইটিতে লেখক প্রচুর আরবী-ফারসি শব্দের ব্যাবহার করেছেন৷ এছাড়াও অনেক ইংরেজি ও উর্দু শব্দের ব্যাবহার ও লক্ষ্য করা যায়।  অশিক্ষিত ও দরিদ্র খেটে খাওয়া মানুষের মুখের ভাষাকে ফুটিয়ে তুলতে বেশ কিছু আঞ্চলিক ভাষার ব্যাবহার ও লক্ষনীয়।

মোট কথা, চরিত্র ভেদে ভাষা প্রয়োগের ফলে উপন্যাসের চরিত্রগুলোকে একদম জীবন্ত মনে হয়েছে৷

উল্লেখ্য যে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাস সম্পর্কে চমৎকার একটি মন্তব্য লিখে গেছেন৷

সবশেষে বলতে চাই, আব্দুল্লাহ্ উপন্যাসটি সর্বস্তরের পাঠকদের জন্য শিক্ষনীয় একটি লেখনী।

 

___________________________

মোঃ নোমান আব্দুল্লাহ্

৫ ই জানুয়ারী, ২০১৯

Click to comment

Leave a Reply

Your email address will not be published.